জাহিদ হাসানঃ রাজবাড়ীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশী টাকা দরে ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে।
আজ সোমবার বিকালে রাজবাড়ী সদরের ঢালী ফার্মেসীকে এই জরিমানা আদায় করে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের ৩ ঘন্টার মধ্যেই প্রতিকার পান ২ জন ভোক্তা।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ২ জন অভিযোগকারী নির্ধারিত মূল্য অপেক্ষা বেশী মূল্যে ১২ টাকার ‘‘ইফিডিন’’ নামক ইনজেকশন ৮ শত টাকায় কিনতে বাধ্য হয়। পরবর্তীতে তারা সিভিল সার্জনের কার্যালয়ে যান। সিভিল সার্জন এবং জেলা প্রশাসক স্যারের পরামর্শক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযুক্ত প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় উক্ত প্রতিষ্ঠানের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় আদায়কৃত জরিমানার ২৫% জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অভিযোগকারী ২ জন (মো: জাহিদ মন্ডল ও মো: আকবর শেখ) কে প্রদান করা হয় বলেও জানান তিনি।
অপরদিকে একই ধারায় শেফা ফার্মেসীকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


0 Comments