শুভ_জন্মদিন_রাজবাড়ী ! Happy Birthday to you Rajbari



১ম মার্চ রাজবাড়ী জেলার জন্মদিন। বৃটিশ শাসনামলে ‘গেটওয়ে অব বেঙ্গল’ বা বাংলার দ্বারপথ বলে পরিচিত গোয়ালন্দ মহকুমাকে ১৯৮৪ সালে ১লা মার্চ রাজবাড়ী জেলা ঘোষণা করা হয়। সেই থেকে পদ্মা নদী বিধৌত শান্তিপ্রিয় এ জেলাটি বাংলাদেশের বুকে নানা সফলতা নিয়ে উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে।
১৮৫০ সালে লর্ড ডালহৌসির সময় ঢাকা জালালপুর ভেঙ্গে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। তখন পাংশা, বালিয়াকান্দি পাবনা জেলাধীন ছিল। ১৯৮৩ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মান উন্নীত থানা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের ১৮ই জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারী করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপাস্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। অবশেষে ১৯৮৪ সালের ১ মার্চ সকল গোয়ালন্দ মহকুমা জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে রাজবাড়ী জেলায় রূপামত্মরিত হয়।

Post a Comment

0 Comments